বিয়ানীবাজারে বড় ভাইয়ে হাতে ছোট ভাই খুন, প্রধান আসামি গ্রেফতার

jtv24live.com : বিয়ানীবাজার প্রতিনিধি প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২০:৩৫ | ১৭৪
সিলেটের বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই আদিলকে (২৫) কোদাল দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি বড় ভাই আব্দুল কাদিরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আদিল ও গ্রেফতারকৃত আব্দুল কাদির উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত আদিলের স্ত্রী সুবানা বেগম বিয়ানীবাজার থানায় আব্দুল কাদিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের ৭২ ঘন্টা পর প্রধান আসামি বড় ভাই আব্দুল কাদিরকে দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকা থেকে গ্রেফতর করে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, নিহত আদিল আহমদের স্ত্রী সুবানা বেগম বাদী হয়ে আব্দুল কাদির আসামী করেন। এর পরিপ্রেক্ষিতে থানার একদল পুলিশ প্রধান আসামি আব্দুল কাদিরকে ৭২ ঘন্টার ভেতর গাজুকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরো বলেন, গ্রেফতার কাদির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
উল্লেখ্য, পারিবারিক কলহ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই খুন হন। বুধবার (৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এই ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঊর্মিকে বরখাস্ত করায় পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্খরের বাসায় বসে দেশবাসীর উদ্দেশে যা বললেন শেখ হাসিনা

আসামে উচ্ছেদ ৪৫০ মুসলমান পরিবার