জকিগঞ্জে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান অপু গ্রেফতার
jtv24li.com :. ... . ...... . .
jtv24live : report, 12 October 2024
জকিগঞ্জে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানঅপু গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা-ভাঙচুরের মামলায় হাবিবুর রহমান অপু (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পৌর ছাত্রলীগ নেতা ও আনন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার জকিগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুহিত জানান, গত ০৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবু জাফর ছাত্র-জনতার ওপর হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান অপুকে গ্রেফতার করা হয়েছে।
আবু জাফরের দায়ের করা ওই মামলায় আসামি হিসেবে জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু জাফর রায়হান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আল ইসলাহ নেতা আব্দুস সবুরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরআগে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা জকিগঞ্জ শহর থেকে যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা ওয়াসকুরুনীকে ধরে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃত দুজনকে দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. মাহমুদ হাসান রিপন বলেন, মামলাটি তদন্তাধীন। তাই ওই ঘটনার সঙ্গে যারা জড়িত কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।
মন্তব্যসমূহ