জকিগঞ্জের যুবলীগ নেতা ফুয়াদ আলামিন বিমানবন্দরে গ্রেফতার

jtv24live.com : প্রকাশিত ১৫ অক্টোবর ২০২৪, , জকিগঞ্জ প্রতিনিধি।
- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ফুয়াদ আল-আমীনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।
ফুয়াদ আল-আমীন জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা। জানা যায়, ফুয়াদ আল-আমীন পিতা-মাতাসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ফুয়াদ আটকের কারণে ওই বিমানে মা-বাবা ওমরাহ যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ফুয়াদ আল-আমীন ও তার পিতা-মাতা। এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের উপর হামলা-ভাঙচুর মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। পরে জকিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। একই মামলার অজ্ঞাতনামা আসামি আব্দুস সাত্তার নামের এক ছাত্রলীগ কর্মীকে সোমবার দুপুরে উপজেলার খলাছড়া এলাকা থেকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। জকিগঞ্জ থানার এসআই আব্দুল মুহিত জানান, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জাফর বাদী হয়ে জকিগঞ্জ মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী হওয়ায় ফুয়াদ আল-আমীনকে এয়ারপোর্টে আটক করা হয়। এবং ওই মামলার অজ্ঞাতনামা আসামি ছাত্রলীগ কর্মী আব্দুস সাত্তারকে দুপুরে জকিগঞ্জের খলাছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঊর্মিকে বরখাস্ত করায় পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্খরের বাসায় বসে দেশবাসীর উদ্দেশে যা বললেন শেখ হাসিনা

আসামে উচ্ছেদ ৪৫০ মুসলমান পরিবার