শেখ হাসিনা বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী : নানক

jtv24live.com -:- ডেস্ক রিপোর্ট প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৪
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বর্তমানে দেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন।
পাশাপাশি ইউনূস সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার বলেও দাবি করেন তিনি। এর আগে, গত ৫ আগস্ট জনরোষের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন। এরপর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা কৌশলে দেশ ছাড়তে থাকেন, তবে কিছু নেতাকর্মী পালাতে গিয়ে ধরা পড়েন। বর্তমানে পদধারী নেতাদের বেশিরভাগই পলাতক, তবে অনেক নেতাই প্রকাশ্যে আসছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঊর্মিকে বরখাস্ত করায় পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্খরের বাসায় বসে দেশবাসীর উদ্দেশে যা বললেন শেখ হাসিনা

আসামে উচ্ছেদ ৪৫০ মুসলমান পরিবার