উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম চালাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাবি প্রতিনিধি jtv24live.com প্রকাশিত: ২০:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪
দেশের উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের বেশ কয়েকটি জেলা পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি সেসব জেলার মানুষের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে গেল কয়েক মাস আগে দেশের দক্ষিণাঞ্চলে বন্যা দুর্গতদের সহায়তা উত্তোলিত অর্থ থেকে এ সহায়তা প্রদান করা হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন। স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য। উল্লেখ্য, পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঊর্মিকে বরখাস্ত করায় পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্খরের বাসায় বসে দেশবাসীর উদ্দেশে যা বললেন শেখ হাসিনা

আসামে উচ্ছেদ ৪৫০ মুসলমান পরিবার