ঢাবির এক নেতাকে সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করলো ছাত্রদল
ঢাবির এক নেতাকে সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করলো ছাত্রদল
আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৪৪
অনলাইন ডেস্ক jtv24live.com
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল সংসদ নির্বাচনে ভিপি পদে সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ওমর ফারুক রাকিবকে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমর ফারুক রাকিব দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার সদস্য ছিলেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ওমর ফারুক রাকিবের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


মন্তব্যসমূহ