পুঠিয়ায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি jtv24live.com
25 September 2025
রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
আসামি রাকিবুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আসামি রাকিবুল ইসলাম রুমে থাকা ওই শিক্ষার্থীর মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় আনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্যসমূহ