ছাত্রদলের ভিপি-জিএস-এজিএস প্রার্থীর ফেসবুক আইডিতে সাইবার হামলা

ছাত্রদলের ভিপি-জিএস-এজিএস প্রার্থীর ফেসবুক আইডিতে সাইবার হামলা আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪২ অনলাইন ডেস্ক jtv24live.com
সংগৃহীত ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের ফেসবুক আইডিতে আক্রমণ হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ হয়েছে।’ আবিদ বলেন, ‘ছাত্রদলের প্রার্থীদের আইডি পূর্বপরিকল্পনা অনুযায়ী সাইবার এটাক করা হচ্ছে। শিক্ষার্থী এবং বাংলাদেশের বিষয়ে ছাত্রদল কখনো আপোস করেনি।’ জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘এতদিন যারা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) ছায়ায় থেকে রাজনীতি করেছে, তারাই সাইবার এটাক করেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে কারণে রাষ্ট্রদূত আমিনুলকে প্রত্যাহার করল সরকার

ভারতের বিকল্প : সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু রোববার

কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রীর ভাইরাল ভিডিও