রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন: হাসনাত
রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন: হাসনাত jtv24live.com 03:16AM, Aug 31, 2025 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক উঠান বৈঠকে যোগ দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তাদের জন্য উপহার পাঠিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টিকে রাজনীতির জন্য পজিটিভ বার্তা বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানার প্রশংসা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানা অনেকদিন ধরে রাজনীতি করছেন, আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে। আমরা উনার এলাকায় আসছি শুনে উনি উনার লোকজন পাঠিয়েছে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খবর নিয়েছেন। আমাদের জন্য তিনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। এটাকে অবশ্য আমাদের সাধুবাদ জানাই। আমরা উনার উপহার সাদরে গ্র...