পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লন্ডনে ভারতীয়দের গলা কেটে নেবার হুমকি পাক উপদেষ্টার

ছবি
লন্ডনে ভারতীয়দের গলা কেটে নেবার হুমকি পাক উপদেষ্টার যে টিভি নিউজ প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৯ লন্ডনে পাকিস্তান হাই কমিশনের বারান্দায় সেই সেনা উপদেষ্টার ‘হুমকি’ লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে যায় কিছু ভারতীয়। আর তাদের ইঙ্গিত করে পাকিস্তান হাইকমিশনের সেনা উপদেষ্টা ভারতীয়দের গলা কেটে নেবার ইঙ্গিত করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, ‘গলা কেটে দেব’! লন্ডনে পাক হাই কমিশনের বাইরে দাঁড়িয়ে ভারতীয় প্রতিবাদীদের উদ্দেশে ইঙ্গিত দেন সেনা উপদেষ্টা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে লন্ডন পাকিস্তানি হাই কমিশনের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একাংশ। তখন তাদের সেখান থেকে সরিয়ে দেন পাক কর্মকর্ত। প্রতিবাদীদের লক্ষ্য করে প্রকাশ্যে ‘গলা কেটে দেওয়ার’ ভঙ্গি করছেন কর্নেল তৈমুর রাহত গত মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ ভারতীয় প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান। পাকিস্তানের এই সেনা উপদেষ্টাকে হুমকির সময় তাঁর হাতে ছিল ভারতীয় বায়ুসেনার জওয়ান অভিনন্দন বর্তমানের একটি ছবি। পাশে পাকিস্তানের পতাকা বা...

পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশাহারা ভারত, সমঝোতার পথ খুঁজছে ভারত সরকার

ছবি
পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশাহারা ভারত, সমঝোতার পথ খুঁজছে ভারত সরকার প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:০১ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এতে দিশাহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। শনিবার (২৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত সমঝোতার পথ খুঁজছে। তারা পাকিস্তানের সঙ্গে যখন আলোচনার পথ খুলতে চাচ্ছে তখন ইরান মধ্যস্ততার জন্য নিজেদের সামনে নিয়ে এলো। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতের সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় এবং দীর্ঘ ভ্রমণসময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এয়ারলাইনগুলোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাত্রীদের আরও উন্নত যোগাযোগ এবং ফ্লাইটে অতিরিক্ত সেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ঘটা বিঘ্নের ক্ষতি কম অনুভব করানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাক...

হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

ছবি
হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো ছিল নবজাতকের মরদেহ স্টাফ রিপোর্টার, যশোর প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:১৬ যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জনান। হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, ‘খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ১০১নং কক্ষে ছুটে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।’ এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ...

ভারতের বিকল্প : সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু রোববার

ছবি
ভারতের বিকল্প : সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু রোববার সিলেট অফিস প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন নিরাপত্তা ও রপ্তানি সুবিধার ক্ষেত্রে ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার রপ্তানিকারকদের জন্য এয়ার কার্গো সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আর এই উদ্যোগের অংশ হিসেবে এবার কার্গো ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় সেখান থেকে স্পেনের উদ্দেশে উড়বে প্রথম কার্গো ফ্লাইট। এই টার্মিনালের মাধ্যমে যুক্ত হলো দেশের রপ্তানিতে নতুন সম্ভাবনা। তবে এখনই সিলেটের পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। ওসমানী বিমানবন্দরের এই টার্মিনালের প্রাথমিক ধারণক্ষমতা ১০০ টন। ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারের জন্য আধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি, বিশেষ করে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইউডিএস) যুক্ত রয়েছে এতে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর এই প্রথম আরএ-থ্রি প্রটোকল অনুসরণ করে চালু হলো কোনো কার্গো টার্মিনাল।ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় এটি দেশে...

পরমাণু শক্তিতে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান

ছবি
পরমাণু শক্তিতে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান jtv24live ডেস্ক প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৫:৫৫ যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা বা এসিএর মতে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের মধ্যে অন্তত ৪টি স্বল্প পাল্লার ও ২টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এ ছাড়া, ৭ হাজার কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রসহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলমান। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা অনুষদের ধারণা, পাকিস্তানের কাছে বর্তমানে প্রায় ১০০-১২০টি পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্থল ও আকাশ পথে ব্যবহার করা সম্ভব। তবে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সবশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানের কাছে মোট ১৬৫ পারমাণবিক অস্ত্র মজুদ আছে। অন্যদিকে ভারত পারমাণবিক অস্ত্রশক্তি বৃদ্ধি করে চলেছে—এমন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের সবশেষ হিসাব অনুযায়ী, ভারতে মজুদ আছে ১৬০ পারমাণবিক অস্ত্র। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে এর পার্থক্য খুব একটা বেশি নয়। ইতোমধ্যে ভারত ২টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এ ছাড়াও, তাদের কাছে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এসিএর তথ...

ক্ষমতায়-গেলে-শিক্ষিত-বেকারদের-জন্য-ভাতার-উদ্যোগ-নেবে-বিএনপি-:-তারেক-রহমান

ছবি
ক্ষমতায়-গেলে-শিক্ষিত-বেকারদের-জন্য-ভাতার-উদ্যোগ-নেবে-বিএনপি-:-তারেক-রহমান jtv24live.com --- online news 10:05PM, Apr 23, 2025 বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালু, কৃষি খাতে আধুনিকীকরণ, এবং তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের সুনাম বাড়াবে। বুধবার (২৩ এপ্রিল) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নীলফামারীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মশালায় রংপুর বিভাগের তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান আরও বলেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে এবং এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতেই হবে, কারণ আমরা ২০ কোটি মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি। তিনি অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো মামলা-নিপীড়নের ...

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

ছবি
ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৫৮, ১৭ এপ্রিল ২০২৫ ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার ছবি: শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মুখপাত্র উপ- কমিশনের মুহাম্মদ তালেবুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

ছবি
৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৬:৪১, ১৬ এপ্রিল ২০২৫ ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে। মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র একপেশেভাবে শুল্ক আরোপ করেছে। রফতানি বেশি, আমদানি কম— এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই ভাবনার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার। শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে সরকারের ...

আহত ১ হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হতে পারে বাংলাদেশে

ছবি
আহত ১ হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হতে পারে বাংলাদেশে অনলাইন ডেস্ক প্রকাশিত: ১৪:২৫, ১৬ এপ্রিল ২০২৫ আহত ১ হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হতে পারে বাংলাদেশে গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় আহত এক হাজার ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য বাংলাদেশে আনা হবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীর উদ্যোগে তাদের এ দেশে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির তথ্য বিভাগের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দু-এক দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আবেদন জমা দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদফতর এবং ফিলিস্তিন দূতাবাসেও চিঠি দিয়ে যোগাযোগ করা হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে অনুমতি দিলে আগামী মাসের প্রথম সপ্তাহে আহতদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে ফিলিস্তিনের গর্ভবতী মা, আহত শিশু, বয়স্ক এবং যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার তাদের আনতে প্রাধান্য দেওয়া হবে। যেসব আহত নিজে থেকে চলাফেরা করতে ...

সোলার বিদ্যুতে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

ছবি
সোলার বিদ্যুতে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি jtv24live.com নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬:১৯, ১৫ এপ্রিল ২০২৫ সোলার বিদ্যুতে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বাংলাদেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই-এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন এফবিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান। সোমবার (১৪ এপ্রিল) এফবিসিসিআইএ'র সভাকক্ষে চীনের দুইটি কোম্পানির সাথে বাংলাদেশের দুইটি কোম্পানির বিনিয়োগ সমোঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ইউনান পিংউই সোলার কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ইয়াং বাংলা ম‍্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে বাংলাদেশে সোলার ভিত্তিক বিদ‍্যুৎ উৎপাদন প্রকল্প স্হাপন করবে। এ প্রকল্পে চীনা বিনিয়োগ কারীরা প্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া যৌথ উদ‍্যোগে কালি উৎপাদন শিল্প স্হাপনের জন‍্য সিনোগ্লোবাল কর্পোরেশন ও সাংহাই এক্সইউএন কো. লিমিটেড এর মধ‍্যে বিনিয়োগ সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমদানি বিকল্প কালি উৎপাদন প্রকল্প স্হাপনে প্রায় ৫ মিলিয়ন ডলার খরচ হবে। সভায় চীনের সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিগণ মি. এক্সইউ ...