হাসনাত-সারজিসকে শুয়োর বলায় চাকরি হারালেন এখন টিভির উপস্তাপিকা জিনিসিয়া বর্ণা।

jtv24live.com online news ১৪ ই মার্চ রোজ শুক্রবার ২০২৫
জাতীয় নাগরিক পার্টির শীর্ষনেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের প্রধানমুখ হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে শুয়োর বলে চাকরী হারিয়েছেন এখন টিভির নিউজরুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা, আট বছরের শিশু আছিয়া নিজ বোনের শশুরবাড়িতে গণধর্ষনের স্বীকার হয়ে, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করলে। ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমিক ভূমিকায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’ সংবাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিলো। অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থায়, কারিগরি ত্রুটির ফলে, স্টুডিও ইসনাইড কনভার্সেশনের একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে। যেখানে নিউজরুম থেকে একজন জিজ্ঞেস করছিলেন, হাসনাত এবং সারজিস মাগুরায় গিয়েছেন কি না। তার প্রতিউত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলেন, এই শুয়োর গুলো গেলেই কি আর না গেলেই কি। মুহুর্তের মধ্যে টিভি ফুটেজটি ভাইরাল হয়ে গেলে এখন টিভির সিইও তুষার আব্দুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা জেনিসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করেন বলে জানা গিয়েছে। আরও পড়ুনঃ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, জানা গেল সংঘর্ষের কারণ আরজিবিআইপি কিনে এ বিষয়ে সরাসরি জানার জন্য উপস্থাপিকা বর্ণা কিংবা বেসরকারী টেলিভিশন এখন টিভির সিইও তুষার আব্দুল্লার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয় নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে কারণে রাষ্ট্রদূত আমিনুলকে প্রত্যাহার করল সরকার

ভারতের বিকল্প : সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু রোববার

কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রীর ভাইরাল ভিডিও