সিলেটের জকিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০৩ সদস্য গ্রেফতার।
jv24live.com - ১মার্চ ২০২৫ শনিবার
জকিগঞ্জ প্রতিবেদন
২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডস্থ ঘেচুয়া সাকিনে জনৈক মৃত আজমুল আলীর বসত বাড়ীর উত্তর পাশের ঘেচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪টা ১০ মিনিটের সময় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ১। জিহাদ উদ্দিন (৩২), পিতা-মৃত আজমুল আলী, মাতা-মৃত ফখরুন্নেছা, সাং-ঘেচুয়া, ৬নং সুলতানপুর, ২। জসিম উদ্দিন(৪০), পিতা-মৃত সিরাজ উদ্দিন, মাতা-লেবু বেগম, সাং-পঙ্গবট, জকিগঞ্জ পৌরসভা, উভয় থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এবং ৩। মোঃ জাবেদ @ জাবেদ আহমদ(৩৫), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-রাবেয়া বেগম, সাং- মাঝবন্দ, হেতিছানগর, ০৬ নং সুলতানপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট ও সাং-ডিঙ্গাভাঙ্গা, পঞ্চসার ইউনিয়ন, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ১। জিহাদ উদ্দিন(৩২) এর বিরুদ্ধে জকিগঞ্জ থানা, সিলেট সহ বিভিন্ন থানায় ০৩ টি ডাকাতি মামলা, ০২ টি চুরি মামলা, অপর আসামী জসিম উদ্দিন(৪০) এর বিরুদ্ধে জকিগঞ্জ থানা, সিলেট সহ বিভিন্ন থানায় ০২ টি ডাকাতি মামলা, ০৪ টি মাদক মামলা সহ ডাকাতদের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।
ডাকাতগন দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধভাবে সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে থাকে। ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ছে।।।

মন্তব্যসমূহ