পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনেক ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত, কিন্তু এখনো নির্বাচন পাইনি: মির্জা ফখরুল

ছবি
অনেক ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত, কিন্তু এখনো নির্বাচন পাইনি: মির্জা ফখরুল প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ২১:৩৮ ঠাকুরগাঁও প্রতিনিধি অনেক ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত, কিন্তু এখনো নির্বাচন পাইনি: মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি। নির্বাচন পেতে হলে আমাদের মধ্যে ঐক্যকে আরও অটুট রাখতে হবে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণকে সাথে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান ড. মফিদুল আলম খান, সহআইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন জুয়েল, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কাম...

যাদের ডাকে সন্তানরা বাবা হারা হলো, খোঁজ নিচ্ছে না তারা কেউ: শহীদ নিশানের স্ত্রী

ছবি
যাদের ডাকে সন্তানরা বাবা হারা হলো, খোঁজ নিচ্ছে না তারা কেউ: শহীদ নিশানের স্ত্রী jtv24live--- প্রকাশিত: ২০:১০, ২৬ মার্চ ২০২৫ যাদের ডাকে সন্তানরা বাবা হারা হলো, খোঁজ নিচ্ছে না তারা কেউ: শহীদ নিশানের স্ত্রী জুলাই অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে প্রাণ হারান বাবা নিশান খান। বাবার জন্য দোয়া করার মানসে গেল শুক্রবার জীবনে প্রথমবার রোজা রেখেছে ৫ বছর বয়সী শিশু মোহাম্মদ। কিন্তু এই এতিম শিশুর মুখে দিতে ইফতারির অন্যতম অনুষঙ্গ খেঁজুর কিনে খাওয়ানোর সাধ্য নেই মা জামেনাতুজ জোহরা শান্তার। ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ৪ বছর বয়সী শিশু মোহাম্মদকে রেখে নিশান খান অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালানোর পর মেতে উঠেছিলেন উৎসবের আনন্দেও। কিন্তু সেই উৎসবেই পুলিশের গুলি কেড়ে নেয় নিশানের প্রাণ। তার মৃত্যুর তিনমাস পর কন্যা সন্তানের মা হয়েছেন স্ত্রী শান্তা। জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জামায়াতে ইসলামি থেকে কিছুটা সহযোগিতা পেলেও তা খরচ হয়ে গেছে তার চিকিৎসা ও বিভিন্ন ঋণ পরিশোধে। শান্তার সবচেয়ে বড় আক্ষেপ, স্বামী নিশানের মৃত্যুর পর তার সন্তানদের কোনো খোঁজ নেয় না স্বামীর পরিবার। খোঁজ নেয়নি ...

ছাত্র আন্দোলনে হামলা, জামিন পেলেন আ. লীগের ৩ নেতা

ছবি
jtv24live.com-- প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ২২:৪০ রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে বন্দি থাকা জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ তিন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে তারা জেলা কারাগার থেকে বের হন বলে নিশ্চিত করেছেন কারাগারের ভারপ্রাপ্ত জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জামিনে মুক্তি পাওয়া তিন নেতা হলেন— ফকীর আব্দুল জব্বার (৭৫): রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। রমজান আলী খান (৫৯): রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মোস্তফা মুন্সী (৬০): গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। জানা যায়, গত ২ অক্টোবর, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে শাহিন ফকির নামে একজন রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপ...

অস্ট্রেলিয়ার ভিসা নিতে যেতে হবে না দিল্লি, পাওয়া যাবে ঢাকাতেই

ছবি
অস্ট্রেলিয়ার ভিসা নিতে যেতে হবে না দিল্লি, পাওয়া যাবে ঢাকাতেই jtv24 নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪:২৭, ২০ মার্চ ২০২৫ অস্ট্রেলিয়ার ভিসা নিতে যেতে হবে না দিল্লি, পাওয়া যাবে ঢাকাতেই এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।

মাদ্রাসার ৩ ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

ছবি
মাদ্রাসার ৩ ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার প্রকাশিত: ২১:১৭, ১৯ মার্চ ২০২৫ মাদ্রাসার ৩ ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক গ্রেফতার রাজবাড়ীর কালুখালীতে মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের চেষ্টার মামলায় আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বেলা পৌনে ১২ টার দিকে কালুখালী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী এক ছাত্রের মা। আব্দুল্লাহ আল মামুন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাঠি গ্রামের বেলজার হোসেনের ছেলে। মামলার এজাহার থেকে জানা গেছে, মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গত ২ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি তারই কর্মরত মাদ্রাসার নাজেরা শাখার দুই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন। সবশেষ ১৫ মার্চ তিনি একই শাখার আরও এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন। ছাত্ররা ভয়ে কাউকে কিছু জানানোর সাহস পায়না। তবে এলাকায় কানাঘুষার মাধ্যমে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে এলাকার লোকজন ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলাৎকারের চেষ্টার ক...

আগামীর নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো জায়গা হবে না’

ছবি
jtv24নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২:০৫, ১৯ মার্চ ২০২৫ ‘আগামীর নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো জায়গা হবে না’ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট জনগণ মুজিববাদ ও ফ্যাসিস্টকে বিদায় জানিয়েছে। আগামীর নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো জায়গা হবে না। বিচারের আগে এটির প্রশ্নই উঠে না। এ বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাবে বলে আশা করছি। বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অনৈক্য থাকলে অরাজনৈতিক শক্তি সুযোগ নেয়। ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমলাতন্ত্র, মাফিয়া ও বিদেশী ষড়যন্ত্রকারী পরাশক্তি রয়েছে। বিগত সরকার দীর্ঘদিন দেশকে নতজানু পরাষ্ট্রনীতির মধ্যে রাখার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে হবে। দলগুলোর মধ্যে মোট বিরোধ থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের জন্য দেশে অনেক দল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

ছবি
সরকার থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের jtv24live.com নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬:১৬, ১৮ মার্চ ২০২৫ অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আব্দুল্লাহসহ সকল ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৮ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় গণঅধিকার পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। এসময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অন্তর্বর্তীকালীন সরকারও এই গণঅভ্যুত্থানের অর্জন। আমরা শুরু থেকে এই সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়েছি। কিন্তু, সরকার সবার সাথে ইনসাফ না করে বরং গণঅভ্যুত্থানের একটি গোষ্ঠী বা পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা ছিলো, তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছে। সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈত...

যুবদল পরিচয়ে কেউ দখল বাণিজ্য করলে আটক করার আহ্বান

ছবি
jtv24 update প্রকাশিত: ১৭:০৫, ১৭ মার্চ ২০২৫ যুবদল পরিচয়ে কেউ দখল বাণিজ্য করলে আটক করার আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিচয়ে কেউ দখল বাণিজ্য করলে অভিযুক্তকে আটক করে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার (১৭ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণির দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাতকেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্যকেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারও ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে য...

জাতিসংঘের কঠোর সমালোচনা করলেন মোদি, হঠাৎ চটলেন কেন?

ছবি
jtv24 update: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১৯:৫৯ অনলাইন ডেস্ক জাতিসংঘের কঠোর সমালোচনা করলেন মোদি, হঠাৎ চটলেন কেন? সংগৃহীত ছবি সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের মধ্যে জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্য সঙ্কট ও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী? এ নিয়ে বৈশ্বিক বিশ্লেষকরা চিন্তা শুরু করেছেন। রোববার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মোদি। তার মতে, জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ‘প্রায় অপ্রাসঙ্গিক’ হয়ে পড়েছে, কারণ তাদের মধ্যে ‘কোনো সংস্কার’ আর বাকি নেই। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল, সেগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলোতে কোনো সংস্কার নেই। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তাদের ভূমিকা পালন করতে পারছে না। বিশ্বের যেসব মানুষ আইন-কানুনকে গুরুত্ব দেয় না, তারা সবকিছু করছে, কেউ তাদের থামাতে পারছে না।’ করোনা মহামারি থেকে পাওয়া শিক্ষার কথাও তু...

ডিএমপি কমিশনার ধর্ষণকে নির্যাতন বলে ধর্ষকের পক্ষ নিয়েছেন’

ছবি
জেটিভ২৪ নিজস্ব প্রতিবেদক ঢাকা -- প্রকাশিত: ১৪:৪০, ১৬ মার্চ ২০২৫ ‘ডিএমপি কমিশনার ধর্ষণকে নির্যাতন বলে ধর্ষকের পক্ষ নিয়েছেন’ ছবি: সংগৃহীত ডিএমপি কমিশনার ধর্ষণকে নির্যাতন বলে ধর্ষকের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন, ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। ডিএমপি কমিশনারকে এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। পুলিশের ঊর্ধ্বতন পদে বসে এমন বক্তব্য দেওয়া সমীচীন নয় মন্তব্য করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নারীর প্রতি সহিংসতা এভাবে চলতে থাকলে বলতে হবে জুলাই আন্দোলনের পর কিছু মানুষের পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনসহ সব রাজনৈতিক দলকে নারীর অধিকার বিষয়ে অবস্থান পরিস্কার করার আহ্বান জানান তিনি। নারী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে নারী নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারের পরামর্শ দেন ইফতেখারুজ্জান।

কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রীর ভাইরাল ভিডিও

ছবি
jtv24অনলাইন ডেস্ক প্রকাশিত: ২১:১১, ১৬ মার্চ ২০২৫ পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাবল মার্ডারসহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদকে ‘কাঁড়ি কাঁড়ি’ টাকা দিয়ে জেল থেকে নিয়ে আসবেন বলে ভিডিওতে জানিয়েছেন তিনি। ভাইরাল এই ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে ১০টার দিকে ঢাকার একটি শপিং সেন্টার থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে তামান্না বলেন, ‘আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে এতো হাই হুল্লাস (হাই হুতাশ) করার কিছু নাই। মামলা যখন আছে, অ্যারেস্ট হবে। এগুলো নিয়ে এত টেনশন করা, দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে আর কোনোদিন বের হতে পারবে না, ওদের জন্য এক বালটি (বালতি) সমবেদনা। আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।’ তিনি আরও বলেন, ‘এখন যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দে...

জন্ম পরিচয় পাল্টে সেখ জুয়েল এখন বিধান মল্লিক

ছবি
জন্ম পরিচয় পাল্টে সেখ জুয়েল এখন বিধান মল্লিক বাংলা টেলিভিশন৷ ও আলজারিরা নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করা তত্ত্ব প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫ ১১:১৭ জন্ম পরিচয় পাল্টে সেখ জুয়েল এখন বিধান মল্লিক কোলাজ: বাংলা এডিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন জুয়েল এখন বিধান মল্লিক। সামাজিক যোগাযোগামাধ্যমে তার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে। তবে এই আধার কার্ডের তথ্য সঠিক কিনা তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সেখ জুয়েলের আধার কার্ড ঘেটে দেখা গেছে তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন । পিতা- সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা। উল্লেখ্য...

ঢাকায় জাতিসংঘের নতুন অফিস উদ্বোধন করলেন মহাসচিব

ছবি
jtv24live.com online news প্রকাশিত: ১৩:৩৫, ১৫ মার্চ ২০২৫ ঢাকায় জাতিসংঘের নতুন অফিস উদ্বোধন করলেন মহাসচিব সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার (১৫ মার্চ) নতুন এই অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি অফিস প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এর আগে আন্তোনিও গুতেরেস জাতিসংঘ আবাসিক কার্যালয়ে কর্মরতদের (বাংলাদেশ কান্ট্রি টিম) সঙ্গে একটি বৈঠক করেন।

ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

ছবি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১৯:৫৩ জেটিভি অনলাইন ডেস্ক ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড় ফরিদ আহম্মেদ। ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এর পরপরই থানায় হাজির হন অন্তত ৩০ জন পাওনাদার, যারা অভিযোগ করেন, ওসি ফরিদ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বা দোকান থেকে মালামাল নিয়েও মূল্য পরিশোধ করেননি। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল থানায় ওসি হিসেবে গত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর যোগ দিয়েছিলেন ফরিদ আহম্মেদ। আইনশৃঙ্খলার অবনতি, ঘুষ ও হয়রানির অভিযোগে তিনি সমালোচনার মুখে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ইয়াবা কারবার ও গ্রেপ্তার বাণিজ্যে জড়িত ছিলেন। ওসি ফরিদের বিরুদ্ধে এক রাতেই ৫টি মামলা রেকর্ডভুক্ত করার অভিযোগও উঠেছে। এসব মামলার বাদীরা দাবি করেন, মামলা নিতে ৭৮ হাজার টাকা ঘুষ নিয়েছেন ওসি। অন্যদিকে মামলা নেওয়ার নামে বিচার প্রার্থীদের হয়রানি করা হচ্ছিল নিয়মিত। এমতাবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তাকে প্রশাসনের নির্দেশে পুলিশ লাইনে সংযুক্ত করার একটি চিঠি...

জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’

ছবি
জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ jtv24live news decs আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৪২ পিএম|অনলাইন সংস্করণ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জান্নাতে কোনো ধর্ষক নেই। জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়। সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। জেটিভির পাঠকদের জন্য পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টটি নিচে দেওয়া হলো- জান্নাতে কোন ধর্ষক নেই। জান্নাতে আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের স্বীকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়। সেই হিসেবে আমাদের বোন আছিয়া শহীদ। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শহীদকে তোমরা মৃত বলো না। আছিয়া মারা যায়নি। দুনিয়ার জাহান...

হাসনাত-সারজিসকে শুয়োর বলায় চাকরি হারালেন এখন টিভির উপস্তাপিকা জিনিসিয়া বর্ণা।

ছবি
jtv24live.com online news ১৪ ই মার্চ রোজ শুক্রবার ২০২৫ জাতীয় নাগরিক পার্টির শীর্ষনেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের প্রধানমুখ হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে শুয়োর বলে চাকরী হারিয়েছেন এখন টিভির নিউজরুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা, আট বছরের শিশু আছিয়া নিজ বোনের শশুরবাড়িতে গণধর্ষনের স্বীকার হয়ে, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করলে। ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমিক ভূমিকায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’ সংবাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিলো। অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থায়, কারিগরি ত্রুটির ফলে, স্টুডিও ইসনাইড কনভার্সেশনের একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে। যেখানে নিউজরুম থেকে একজন জিজ্ঞেস করছিলেন, হাসনাত এবং সারজিস মাগুরায় গিয়েছেন কি না। তার প্রতিউত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলেন, এই শুয়োর গুলো গেলেই কি আর না গেলেই কি। মুহুর্তের মধ্যে টিভি ফুটেজটি ভাইরাল হয়ে গেলে এখন টিভির সিইও তুষার আব্দুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা জেনিসিয়া বর...

আগুন দেওয়ার পর এবার সেই ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো ক্ষুব্ধ মাগুরাবাসি

ছবি
jtv24live online decs. প্রকাশিত: ১৩:০৯, ১৪ মার্চ ২০২৫ মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা গেছে আট বছরের শিশু। এ ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ হিটু শেখের বাড়ির সামনে এসে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছেন। শুক্রবার (১৪ মার্চ) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় হিটু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ভাঙচুর ও পোড়া বাড়িতেই কেউ ঢিল ছুড়ছেন, দেয়াল ভাঙছেন আবার কেউবা গালাগালি করছেন। বেলা ১১টার দিকে হিটু শেখের বাড়ির আঙিনায় থাকা আম গাছসহ বিভিন্ন ফলজ প্রায় ১২টি গাছ কেটে ফেলেন স্থানীয়রা। এভাবে স্থানীয়সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির প্রথম জানাজার পর বিক্ষুব্ধরা হিটু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পরও সেটি নেভাতে পারেনি। তারা অগ্নিনির্বাপণ গাড়ি নিয়ে রওনা দিলেও বিক্ষুব্ধরা আটকে দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষো...

মা"রা গেছেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

ছবি
jtv24liveঅনলাইন ডেস্ক প্রকাশিত: ১৫:৫৬, ১৪ ই মার্চ ২০২৫ মা"রা গেছেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক ফাইল ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক। এর আগে, গত ৩ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে হঠাৎ পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেন। উল্লেখ্য, ২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে ফের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

আগে ধর্ষণের নিউজে বাধা দেয়া হতো এখন নেই, আগে বিচার হত না, এখন হচ্ছে: ইলিয়াস

ছবি
jtv24liveঅনলাইন ডেস্ক প্রকাশিত: ০১:১৯, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০১:২০, ১৩ মার্চ ২০২৫ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেছেন যে, নৌকায় ভোট না দেওয়ায় চার সন্তানের মাকে ধর্ষণের ঘটনা ঘটলেও কেউ প্রতিবাদ করেনি, আর এই নীরবতা তিনি গভীরভাবে লক্ষ্য করেছেন। তিনি বলেন, দেশে ধর্ষণের ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটে। তবে পার্থক্য হলো— আগে এসব ঘটনার সংবাদ প্রচারে বাধা দেওয়া হতো, এখন সেই বাধা নেই। একই সঙ্গে, আগে বিচার না হলেও এখন বিচার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইলিয়াস হোসেন তার পোস্টে আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন যারা নীরব ছিলেন, তারা এখন প্রতিবাদ করার চেষ্টা করলেই কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তিনি ইঙ্গিত করেন, অতীতে যেসব রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠী ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিল না, তারা এখন প্রতিবাদ করতে গেলেই সমালোচনার সম্মুখীন হচ্ছে।

শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি
jtv24live.com online news প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৪:৩৭ শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (১২) মার্চ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও হাসান মাহমুদ খন্দকারসহ মোট নয় জন। আগামী ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে।

চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

ছবি
যে টিভি প্রতিবেদক, ঢাকা প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২০:১৯ চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিম ক্রোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে যুবদলের ইসহাক গ্রুপ এবং মইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন, রাব্বি (২০), আরমান (২৫) কারী মিজান (৪০), আলমগীর (৩০), আল আমিন (২৩) ও রুবেল সিকদার(২০)। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শাহ আলম বলেন, ‘মারপিটে আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর একজনের চিকিৎসা চলছে।’ স্থানীয়রা জানান, একমাস আগে যুবদলের ইসহাক বুড়িগঙ্গা বেড়ীবাঁধ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের এমটিসি ক্রোকারিজ মার্কেটটির দখল নেয়। তারপর থেকে যুবদলের মইন গ্রুপ মার্কেটটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

অস্থায়ী পুলিশ ক্যাম্প' ব্যানার দিয়ে পলকের বাড়ি রক্ষা করল পুলিশ

ছবি
আপডেট: বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২৩:১২ নাটোর jtv প্রতিনিধি 'অস্থায়ী পুলিশ ক্যাম্প' ব্যানার দিয়ে পলকের বাড়ি রক্ষা করল পুলিশ নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনার পর আবার সেই ব্যানার খুলেও নিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়েছে। ওই ভবন থেকে অস্থায়ী ক্যাম্পের ব্যানারটি সরিয়ে নেয়া হয়েছে। বাড়ি ভাঙার আশঙ্কা থেকে কৌশলগত কারণেই ব্যানারটির টাঙানো হয়েছিল বলে জানিয়েছে, পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। যা নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়ছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে দুই জন যুবক সিংড়া পৌরশহরের গোড়াউনপাড়ায় অবস্থিত জুনাইদ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয়তলায় দুই বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। টাঙানো ব্যানারটিতে লেখা ছিল 'অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর।' খোঁজ নিয়ে ...

সিলেটের জকিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০৩ সদস্য গ্রেফতার।

ছবি
jv24live.com - ১মার্চ ২০২৫ শনিবার জকিগঞ্জ প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডস্থ ঘেচুয়া সাকিনে জনৈক মৃত আজমুল আলীর বসত বাড়ীর উত্তর পাশের ঘেচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪টা ১০ মিনিটের সময় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ১। জিহাদ উদ্দিন (৩২), পিতা-মৃত আজমুল আলী, মাতা-মৃত ফখরুন্নেছা, সাং-ঘেচুয়া, ৬নং সুলতানপুর, ২। জসিম উদ্দিন(৪০), পিতা-মৃত সিরাজ উদ্দিন, মাতা-লেবু বেগম, সাং-পঙ্গবট, জকিগঞ্জ পৌরসভা, উভয় থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট এবং ৩। মোঃ জাবেদ @ জাবেদ আহমদ(৩৫), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-রাবেয়া বেগম, সাং- মাঝবন্দ, হেতিছানগর, ০৬ নং সুলতানপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট ও সাং-ডিঙ্গাভাঙ্গা, পঞ্চসার ইউনিয়ন, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ১। জিহাদ উদ্দিন(৩২) এর বিরুদ্ধে জকিগঞ্জ থানা, সিলেট সহ বিভিন্ন থানায় ০৩ টি ডাকাতি মামলা, ০২ ট...