জকিগঞ্জে ‘ডেবিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা মিলন গ্রেফতার

জকিগঞ্জে ‘ডেবিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার jtv24live.com -- সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
নিউজ ডেস্ক,Jtv24live.com: জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’- অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি দল উপজেলার বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে অভিযান চালিয়ে মিলন আহমদ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি ওই গ্রামের আব্দুল মালিকের ছেলে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত মিলন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।ওসি আরও বলেন, ‘ডেবিল হান্ট’ অভিযান অব্যাহত রয়েছে, এবং কেউ যাতে নাশকতার সুযোগ না পায়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। গ্রেফতারকৃত মিলন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যে কারণে রাষ্ট্রদূত আমিনুলকে প্রত্যাহার করল সরকার

ভারতের বিকল্প : সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু রোববার

কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রীর ভাইরাল ভিডিও