লক্ষিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, আহত ১৫

লক্ষিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, আহত ১৫ রায়পুর প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার চরাঞ্চল ও মাছ ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দলীয় কার্যালয়, বসতবাড়ি, মৎস্য অফিস ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ও শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার ও বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়পুর ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে উত্তর চরবংশী ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম মাতবরকে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছেন। আহতদের মধ্যে হাত বিচ্ছিন্ন বিএনপি কর্মী লিটন রাঢ়ি (৪৫) ও মাথায় জখম পাওয়া শফিক রাঢ়িকে (৪৮) দ্রুত উদ্ধার করে রায়পুর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। আহত তাহমিনা, সানু বেগম, গনি রাঢ়ি, মিজান, কবির, বিল্লাল ও জিহাদ রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ ...